শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: জ্বালানি খাতে ৩ মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: উপদেষ্টা   ছাত্র আন্দোলনে একাই ২৮ রাউন্ড গুলি করা ফরিদ গ্রেপ্তার   তৃতীয় বিশ্বযুদ্ধে পুতিনের পাশে দাঁড়াবে কারা   হজে অনিয়মের অভিযোগে ২ এজেন্সিকে জরিমানা   সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন চাইলেন তারেক রহমান   জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ   সাফ চ্যাম্পিয়ন তিন পাহাড়ি কন্যাকে গণসংবর্ধনা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মিরপুর টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১১:৩৩ এএম | অনলাইন সংস্করণ

মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে এখন পর্যন্ত সঠিক প্রমাণ করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। 

ম্যাচের শুরুতেই প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডারের বোলিং তোপে মাত্র ২১ রানেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক দল।

প্রথম আঘাতটা আসে ইনিংসের চতুর্থ ওভারে, যখন সাদমান ইসলাম কোন রান না করেই আউট হন। মুল্ডারের ফুল লেংথ বল অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরের দিকে সুইং করছিল। সেই বল তাড়া করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন সাদমান, যা বাংলাদেশের ইনিংসের প্রথম ধাক্কা।

এরপর মুমিনুল হক নেমে কিছুটা স্থিতি আনার চেষ্টা করলেও টিকতে পারেননি বেশিক্ষণ। মুল্ডারের চতুর্থ ওভারে চার মেরে জড়তা কাটানোর ইঙ্গিত দিলেও, একই ওভারে মিডল স্টাম্পের দিকে করা একটি সুইং বল লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটকিপার কাইল ভেরেইনার হাতে ক্যাচ দিয়ে আউট হন মুমিনুল। এই আউটে বাংলাদেশ আরও চাপে পড়ে যায়।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে দলের হাল ধরার চেষ্টা করেন, কিন্তু তিনিও মুল্ডারের শিকার হন। মাত্র ২১ রানে দলীয় তৃতীয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। নাজমুলের বিদায়ের পর উইকেটে আসেন মুশফিকুর রহিম, যিনি এখন মাহমুদুল হাসানের সাথে দলের ইনিংসকে পুনর্গঠনের চেষ্টা করছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রান।

এদিকে রীতিমতো লম্বা সময় পর মিরপুরের ফিরলো টেস্ট ক্রিকেট। বাংলাদেশের টেস্টে শেষ দুই সিরিজের পাকিস্তান সফরে ছিল সুখস্মৃতি আর ভারত সফর দুঃস্বপ্নের। মিরপুরে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ তাই প্রোটিয়াদের হারিয়ে ভালো শুরু করতে চায়। অবশ্য এক্ষেত্রে পরিসংখ্যানকে পাশে পাচ্ছে বাংলাদেশ। কারণ উপমহাদেশের মাটিতে যে ২০১৫ সালের পর টেস্ট জেতেনি প্রোটিয়ারা। এখন দেখা যাক এই টেস্টে এইডেন মার্করামের দল তা পরিবর্তন করতে পারে কি না।

বাংলাদেশ দলে এই ম্যাচে একমাত্র পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ 

এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]