প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১:১০ এএম আপডেট: ২১.১০.২০২৪ ১:১৩ এএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশের ডেন্টাল সার্জনদের প্রতিনিধিত্বকারী সংগঠন,বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নির্বাচন-২০২৪ এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এবং একইসাথে মনোনয়ন প্রার্থীর ফর্ম যাচাই বাছাই শেষে ৫১ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় পরীবাগে অবস্থিত বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় অফিসে নির্বাচনকেন্দ্রিক আয়োজিত সভায় বেসরকারিভাবে বিজয়ীদের এই তালিকা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. সালাহউদ্দিন আল আজাদ, নির্বাচন কমিশনার ডা. এস এম তানভীর ইসলাম, ডা. সিফাতউদ্দীন খান, ডা. সমীর বণিক, ডা. মো. মোখলেছুর রহমান (পনির) সহ বাংলাদেশ ডেন্টাল সোসাইটির শতাধিক ডেন্টাল সার্জন।
বিজয়ী প্রার্থীদের মধ্যে ছিলেন- সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, মহাসচিব ডা. এ কে এম কবির আহমেদ, যুগ্ম মহাসচিব ডা. আব্দুল আল মামুন ও ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ ডা. আসিফুল বারী।
নির্বাচন কমিশন এর পক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. সালাহউদ্দীন আল আজাদ মুল বক্তব্য উপস্থাপন করেন।এ সময় তিনি তার বক্তব্যে উল্লেখ করেন জাতীয় স্বার্থ বিবেচনায় পেশাগত উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ সংখ্যাক অংশীজনের মতামত ও সমালোচনা আমলে নিয়ে যথা সম্ভব নিরপেক্ষতা বজায় রেখে চিকিৎসকদের স্বার্থ বিবেচনায় সাংবিধানিক ও নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে।
অন্যান্যের মধ্যে সোসাইটির মহাসচিব তার বক্তব্যে বলেন,আমরা বাংলাদেশের ডেন্টিস্ট্রিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই।পেশাগত উন্নয়নে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের মেধাবী ডেন্টাল সার্জনদের কে আরো বেশি যোগ্য করে গড়ে তুলতে এই সোসাইটি সর্বোচ্চ ভূমিকা পালন করবে। ডেন্টাল এর সবচেয়ে বড় বিষফোড়া কোয়াক সমস্যা সমাধানে আমরা ইতিমধ্যে অনেকদূর এগিয়ে গিয়েছি,ইংশা আল্লাহ সাধারণ ডেন্টাল সার্জনদেরকে সাথে নিয়ে এই সমস্যার সমূলে উৎপাটন করবো। একই সাথে বিভিন্ন সেক্টরে পদ সৃজন করে বেকার সমস্যার সমাধানেও সর্বোচ্চ অগ্রাধিকার দিবে বর্তমান নির্বাচিত এই সোসাইটি। আমরা সাধারণ ডেন্টাল সার্জনদেরকে সাথে নিয়ে ডেন্টাল এর যমেধাবী বতীয় সকল সমস্যা সমাধানে এগিয়ে যাবো। আমরা বিশ্বাস করি ডেন্টিস্ট্রির উন্নয়নে আমাদের একতাবদ্ধ এ প্রচেস্টা ডেন্টিস্ট্রি ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।