শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ভারত থেকে আসছে ৫০ হাজার টন চাল, কেজি ৫৬ টাকা ৫৯ পয়সা   গৌতম আদানিকে গ্রেফতারের দাবি রাহুল গান্ধীর   খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা   পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের গুলি, নিহত ৩৮   সায়নাইড দিয়ে ১৪ জনকে হত্যা করায় নারীর মৃত্যুদণ্ড   সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর   রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মিরপুরে সাকিবভক্ত ও বিরোধীদের পাল্টাপাল্টি ধাওয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:৫৭ পিএম | অনলাইন সংস্করণ

রাত পোহালেই রাজধানীর মিরপুর স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সাকিব আল হাসানের অবসরকাণ্ডে বহুল আলোচিত এই টেস্ট। যদিও সাকিবকে ছাড়াই প্রোটিয়াদের বিপক্ষে খেলবে টাইগাররা।

তারপরও মিরপুর টেস্টে যেন সাকিব না থেকেও আছেন। ম্যাচের আগের দিন নিয়মমাফিক সংবাদ সম্মেলনে যথারীতি আলোচনার কেন্দ্র ছিলেন সাকিব। 

অন্যদিকে সাকিবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভকারীরা গোটা এলাকা মুখর করে রেখেছেন নানা স্লোগানে। তবে আজ যেন ছাড়িয়ে গেছে আগের সবকিছু।

মারামারিতে জড়িয়ে পড়েছে দুই পক্ষ। সাকিবকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত ‘সাকিবিয়ান’দের রোববার মিরপুরে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছেন সাকিববিরোধীরা। এ সময় মারধরের শিকারও হন তারা। ঘটনার সময় স্টেডিয়ামে চলছিল দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন।

রোববার (২০ অক্টোবর) সাকিবকে দেশে ফিরিয়ে অবসরের সুযোগ দিতে লং মার্চের ঘোষণা দেন তার ভক্তরা। সেই লক্ষ্যে সকাল থেকেই স্টেডিয়ামের আশেপাশে আনাগোনা বাড়তে থাকে সাকিব সমর্থকদের। তবে যৌথ বাহিনীর তৎপরতার মুখে দুপুর পর্যন্ত তেমন কিছু করতে পারেননি নিজেদের সাকিবিয়ান পরিচয় দেয়া তরুণরা।

কিন্তু দুপুর গড়ালে শ’খানেক সমর্থক মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হন। এই সময় তারা মিছিল দুই নম্বর গেটের দিকে যাওয়ার চেষ্টা করেন। সাকিবকে খেলার সুযোগ দিতে না পারলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের একদফা দাবিতে স্লোগান দিতে থাকেন।

এর কিছু সময় পর তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে সাকিববিরোধীরা। হঠাৎ আক্রমণে সাকিবিয়ানরা এলোমেলো হয়ে গেলেও এরপর আবার সুসংগঠিত হয়ে তারা ফিরে আসে। ফলে মুখোমুখি হয়ে পড়ে দুই পক্ষ। এই সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

আধা ঘণ্টা পর সাকিববিরোধীরা আবারও স্টেডিয়ামের সামনে জড়ো হন। এ সময় তারা ‘সাকিব ভুয়া’, ‘সাকিবের দুই গালে জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে থাকেন। এর মধ্যেই সাকিবভক্তরা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে সংবাদমাধ্যমের কাছে নিজেদের দাবি তুলে ধরেন।

সাকিববিরোধীরা তখন আরেকবার চড়াও হন তাদের ওপর। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়ার অভিযোগে এক সাকিবভক্তকে আটকও করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]