প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২:১১ এএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল মির্জাপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদুর রহমান (সাঈদ-সোহরাব)।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাতটায় প্রেসক্লাব মিলনায়তনে তিনি সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর একটি ফ্যাসিস্ট সময় পার করেছি। এখন আমরা কথা বলার স্বধীনতা পেয়েছি। আগামীতে তরুণদের স্বপ্নের দেশ বিনির্মাণ করা হবে। বিএনপি সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সুশৃংখলভাবে কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র পৌর কমিটির সভাপতি হযরত আলী মিয়া, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, বিএনপি নেতা সোহরাব হোসেনসহ মির্জাপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।
এসময় সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।