প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৮:১৬ পিএম | অনলাইন সংস্করণ
গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে এবং বন্যার্তদের সাহায্যার্থে সিলেট-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) শফি আহমদ চৌধুরী ও তার পরিবারের পক্ষ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
এর মধ্যে শফি আহমদ চৌধুরী ১ কোটি ৫০ লাখ টাকা এবং তার দুই ছেলে আরিফ আহমদ চৌধুরী ও আসিফ আহমদ চৌধুরীর পক্ষ থেকে ৫০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
বুধবার এ অনুদান আরিফ আহমদ চৌধুরী ও তার স্ত্রী ও কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার চৌধুরীর মাধ্যমে দেওয়া হয়।
এ প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, আমার শ্বশুর শফি আহমদ চৌধুরী দেশের বিভিন্ন দুর্যোগে সরকারের ত্রাণ তহবিলে অনুদান অনেক আগে থেকেই দিয়ে আসছেন। এবারো যখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণঅভ্যুত্থানে আহত-নিহত এবং বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল চালু করেছেন, তখন তিনি ঠিক করলেন অনুদান দেবেন। আমার স্বামী আরিফ আহমদ চৌধুরী পূবালী ব্যাংকের ডিরেক্টর। তিনি ও তার ভাই আসিফ আহমদ চৌধুরীও এ অনুদানে অংশ নেন।
তিনি বলেন, আমার শ্বশুর বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় আমি ও আমার স্বামী আরিফ বুধবার আড়াই কোটি টাকার চেক হস্তান্তর করেছি প্রধান উপদেষ্টার কল্যাণ ও ত্রাণ তহবিলে। আশা করবো এ অনুদান সঠিকভাবে সঠিক মানুষের কল্যাণে পৌঁছবে।