শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ভারত থেকে আসছে ৫০ হাজার টন চাল, কেজি ৫৬ টাকা ৫৯ পয়সা   গৌতম আদানিকে গ্রেফতারের দাবি রাহুল গান্ধীর   খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা   পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের গুলি, নিহত ৩৮   সায়নাইড দিয়ে ১৪ জনকে হত্যা করায় নারীর মৃত্যুদণ্ড   সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর   রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বে সোনার দামে নতুন রেকর্ড, বাড়তে পারে দেশেও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৫:০০ পিএম আপডেট: ১৮.১০.২০২৪ ৫:০৪ পিএম | অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স (২৮ দমমিক ৩৫ গ্রাম) সোনার দাম দুই হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ডলার ১২০ টাকা ধরে প্রতি আউন্স সোনার দাম পড়বে তিন লাখ ২৪ হাজার টাকা।

শুক্রবার (১৮ অক্টোবর) বৈশ্বিক বাজারে সোনার দাম নতুন এই রেকর্ড স্পর্শ করেছে। সেই হিসেবে দেশের বাজারেও যেকোনো সময় সোনার দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।

বিশ্ববাজারে সোনার দামের পেছনে মধ্যপ্রাচ্যে উত্তেজনাসহ বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতাকে কারণ মনে করছেন বিশ্লেষকরা।

রয়টার্সের খবরে বলা হয়, গত ১৬ অক্টোবর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। এরপর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরেক দফা বেড়েছে। অন্যদিকে আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনায় ঝুঁকছেন। মূলত এ জন্যই সোনার দাম আরেক দফায় বাড়ছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম ছিল আউন্সপ্রতি দুই হাজার ৬৮৮ ডলার ৮৩ সেন্ট। শুক্রবার সকালে তা দুই হাজার ৭০৪ ডলার ৮৯ সেন্ট ছুঁয়েছে।

বিশ্বের বর্তমান পরিস্থিতিতে এবারই প্রথম সোনার দাম এতটা বেড়েছে। বিশ্বের অনেক দেশে যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে। ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা থেকে বিনিয়োগ নিরাপদ রাখতে অনেকেই সোনার দিকে ঝুঁকছেন।

এদিকে বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও বর্তমানে সোনার দাম বেশি। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। বিশ্ববাজারে শুক্রবার আউন্সপ্রতি সোনার যে দাম, সে হিসাবে অবশ্য প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম আসে এক লাখ ৩৩ হাজার ২৯৬ টাকা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]