সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার   ২৬ সাংবাদিকসহ ২৯ জনের ব্যাংক হিসাব তলব   তেজগাঁওয়ে পলিটেকনিক ও বুটেক্সের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে মধ্যরাতেও, আহত অর্ধশত   ঢাকা কলেজ বন্ধ ঘোষণা   শীতকালে দিনে কতটুকু পানি পান করবেন   নভেম্বরের ২৩ দিনে এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকার রেমিট্যান্স   সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মোংলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দন্ধে আহত ৬
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২:২৪ পিএম | অনলাইন সংস্করণ

মোংলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়  দুই গ্রুপের দন্ধে ৬ জন রক্তাক্ত জখম হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের কবিরাজের দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রতাক্ষদর্শী স্থানীয়রা জানায়, মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা এলাকার মাজেদ মৃধা এ তার পরিবারের সাথে আ'লীগ থেকে নব্য বিএনপি  কালাম সরদার ও তার পরিবারের পুর্ব থেকেই দন্ধ চলে আসছিল। বুধবার রাতে মোংলা থেকে বাড়ি যাওয়ার পথে পুর্ব থেকে ওৎ পেতে থাকা কালাম সরদার, আলাউদ্দিন সরদার, শিমুল সরদার, ফয়সাল মোল্লা, আকরাম মোল্লা, আলামিন দোকানদার সহ প্রায় ২০/২৫ জন সহযোগীরা মাজেদ মৃধার উপর হামলা চালায়। এসময় পাশের দোকানে বসা থাকা দুই ছেলে বাবু মৃধা ও রিয়াদ মৃধা খবর পেয়ে বাবাকে উদ্ধার করতে এসে দুই গ্রুপের সংঘর্ষ হয়। 

এসময় কালাম সরদার গ্রুপের লোকজন মাজেদ মৃধা সহ তার দুই ছেলে সহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় মারুফ শেখ, পারভেজ ও মারুফ মৃধাও গুরুতর জখম হয়। রক্তাক্ত জখম প্রান বাচাঁতে  ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে লোকজনের উপস্থিতি দেখে কালাম সরদার সহ তার লোকজন পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। তবে সুন্দরবন ইউনিয়নে ক্ষমতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকেই মোংলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মোঃ ফরিদ উদ্দিন এবং মৃধা পরিবারের মাঝে বিরোধ চলছিল। তারই জের হিসেবে বুধবার রাতে এমন ঘটনার সুত্রপাত বলে অভিযোগ এলাকাবাসীর।এ নিয়ে এলাকায় উত্তেজনা রিবাজ করছে। 

মোংলা থানার নতুন যোগদান করা অফিসার ইনচার্জ মো: আনিসুর রহমান জানায়, বুধবার সন্ধ্যা রাতে মোংলা থানায় যোগদান করেছি কিন্ত কিছুক্ষন পরই সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা এলাকায় এ ঘটনা ঘটেছ। মাজেদ  মৃধার পক্ষ থেকে একটি অভযোগ পেয়েছি ,তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে  বলেও জানায় তিনি৷ 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]