সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ   মোটরসাইকেল চলাচলে কঠোর নির্দেশনা ডিএমপির   গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত   সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে   অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল   ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশা চালকরা   আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
৫৭ বছর বয়সে চাঁপাইনবাবগন্জর আব্দুল হান্নানের এইচ এস সি পাশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২:২২ পিএম | অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের আব্দুল হান্নান( ৫৭) চলতি বছর এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। শিক্ষা গ্রহণে বয়স কোন ব্যাপার নয়।প্রবল ইচ্ছে শক্তি  থাকলে মানুষ যে কোন কাজ করতে পারে। এটাই প্রমান করেছেন শিবগন্জ উপজেলার আব্দুল হান্নান। 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন। এ খবরটা জানাজানি হলে অনেকেই তাকে মিষ্টি মুখ করাচ্ছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম রিতিমত ভাইরাল তিনি  । তিনি শিবগজ উপজেলার  বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বোর্ড প্রকাশিত ফলাফলে এতথ্য পান তিনি। এতে আব্দুল হান্নান জিপিএ ৩.২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এম.টি.এম.কে আনক টি.বি.এম কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
এ বিষয়ে আব্দুল হান্নান বলেন, শিক্ষার কোনো বয়স হয় না।

তাই শিক্ষাগ্রহণে বয়স বাধা হতে পারে না। ইচ্ছা থাকলে সবই সম্ভব। তিনি আরও বলেন, আমার পরীক্ষার পাস করায় এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনাদের ছেলে-মেয়েকেও স্কুলে পাঠান।

আব্দুল হান্নানের এইচএসসি পাসে আবারও এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তার আত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি যেন আরও ভালো কিছু করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন তারা।
 
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, আমি নিজেও একজন একটি কলেজের অধ্যক্ষ ছিলাম। আমি জানি শিক্ষার মর্যাদা। এ বয়সে আব্দুল হান্নান যে কৃতিত্ব দেখিয়েছেন সেটা অবশ্যই অনুকরণীয়।  

এর আগে ২০২২ সালে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দেন আব্দুল হান্নান। পেয়েছিলেন কয়েকটি সংগঠনের বিশেষ সম্মাননা। 
বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমীন জানান উনার সাথে তাঁর পরিচয় আছে।তিনি সাঙ্ঘাতিক এক রোখা। তিনি যা ডিশিসান নেন তার বাস্তবায়ন  না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যান। উনার এ ফলাফলে তাঁর  শুভকামনা জানান এ শিক্ষাবিদ। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]