সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কবি নজরুল-সোহরাওয়ার্দী শিক্ষার্থীদের ‘মেগা মানডে’ কর্মসূচি   টি-টুয়েন্টিতে ৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড   লাখপতি হওয়ার আশায় ঢাকায় সমাবেশে ছুটছে মানুষ   সমাবেশে গেলেই কোটি টাকা সুদমুক্ত ঋণ, ৭ গাড়ি জব্দ   রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ   মোটরসাইকেল চলাচলে কঠোর নির্দেশনা ডিএমপির   গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বেঙ্গালুরু টেস্টে ৪৬ রানেই শেষ ভারতের ইনিংস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দ্বিতীয় দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে কিউই পেসারদের বোলিং তোপে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছিল ভারত। তবে ঘরের মাঠে এটি-ই ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৭৫ রান। ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন ঘটনা ঘটেছিলো।  

বৃষ্টিবিঘ্নিত বেঙ্গালুরু টেস্টে শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের চাপে রাখে কিউই পেসাররা। ইনিংসের প্রথম থেকেই সাউদি-হেনরিদের বিপক্ষে রান তুলতে হিমশিম খাচ্ছিল গিল-রোহিতরা। ভারতের প্রথম উইকেটের পতন হয় ইনিংসের সপ্তম ওভারে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

মধ্যাহ্ন বিরতির আগেই ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ভারত। এমন ঘটনা ৫৫ বছর পর দেখল ভারত। এমন লজ্জার রেকর্ড এর আগে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই করেছিল তারা। সেদিন হায়দরাবাদ টেস্টে ২৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। তবে এবারের নিউজিল্যান্ডের পেস ইউনিট এমন কিছু করবে তা হয়তো ভেবেও দেখেনি রোহিত শর্মারা।

মধ্যাহ্ন বিরতির পরও উইকেট হারাতে থাকে ভারত। শেষ ১২ রানে শেষ চার উইকেট হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ম্যাট হেনরি। কিউই এই পেসার ১৩.২ ওভারে ১৫ রানে নিয়েছেন ৫ উইকেট। তরুণ পেসার উইলিয়াম ও’রোর্ক-ও পিছিয়ে নেই। ১২ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার। আর বাকি উইকেটটি নিয়েছেন টিম সাউদি।

এদিকে ২৫ বছর পর ভারতের ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৫ জন ব্যাটসম্যান। সর্বশেষ ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের ৫ জন আউট হয়েছিলেন শূন্য রানে।

তবে চলতি বছরের জানুয়ারিতেই কেপ টাউনে এক ইনিংসে ভারতের ৬ ব্যাটসম্যানও শূন্য রানে আউট হয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]