প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দ্বিতীয় দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে কিউই পেসারদের বোলিং তোপে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছিল ভারত। তবে ঘরের মাঠে এটি-ই ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৭৫ রান। ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন ঘটনা ঘটেছিলো।
বৃষ্টিবিঘ্নিত বেঙ্গালুরু টেস্টে শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের চাপে রাখে কিউই পেসাররা। ইনিংসের প্রথম থেকেই সাউদি-হেনরিদের বিপক্ষে রান তুলতে হিমশিম খাচ্ছিল গিল-রোহিতরা। ভারতের প্রথম উইকেটের পতন হয় ইনিংসের সপ্তম ওভারে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
মধ্যাহ্ন বিরতির আগেই ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ভারত। এমন ঘটনা ৫৫ বছর পর দেখল ভারত। এমন লজ্জার রেকর্ড এর আগে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই করেছিল তারা। সেদিন হায়দরাবাদ টেস্টে ২৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। তবে এবারের নিউজিল্যান্ডের পেস ইউনিট এমন কিছু করবে তা হয়তো ভেবেও দেখেনি রোহিত শর্মারা।
মধ্যাহ্ন বিরতির পরও উইকেট হারাতে থাকে ভারত। শেষ ১২ রানে শেষ চার উইকেট হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ম্যাট হেনরি। কিউই এই পেসার ১৩.২ ওভারে ১৫ রানে নিয়েছেন ৫ উইকেট। তরুণ পেসার উইলিয়াম ও’রোর্ক-ও পিছিয়ে নেই। ১২ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার। আর বাকি উইকেটটি নিয়েছেন টিম সাউদি।
এদিকে ২৫ বছর পর ভারতের ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৫ জন ব্যাটসম্যান। সর্বশেষ ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের ৫ জন আউট হয়েছিলেন শূন্য রানে।
তবে চলতি বছরের জানুয়ারিতেই কেপ টাউনে এক ইনিংসে ভারতের ৬ ব্যাটসম্যানও শূন্য রানে আউট হয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন।