রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: জিএসপি পেতে ১১ দফা বাস্তবায়নের তাগিদ যুক্তরাষ্ট্রের   মাত্র ৩ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা, উদ্বোধন ১ ডিসেম্বর   ‘না ভোট’সহ ইলিয়াস কাঞ্চনের ৩ প্রস্তাব   আরও এক মামলায় তারেক রহমানের খালাস   গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব: নতুন সিইসি   নুহাশের সিনেমায় ৫০ লাখ টাকার বরাদ্দ বাতিল   ট্রাম্পের মন্ত্রিসভা পূর্ণ হলো যাদের নিয়ে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখছে দৈনিক কালবেলা’
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:০৫ পিএম | অনলাইন সংস্করণ

‘নতুন বাংলাদেশে সাফল্যের ২ বছর’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় গণমাধ্যম ‘দৈনিক কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সাতক্ষীরার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও কালবেলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী ফরহাদের সঞ্চালনায়য় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নানটা, জেলা জামায়াতে ইসলামীর সদস্য ও পৌর আমির মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর আমেনা বিলকিস ময়না, জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি খোরশেদ আলম, সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান, আবু তালেব।

এছাড়া সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাভাপতি ইমরান হুসাইন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কালবেলা প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চল, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কালবেলার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলি, তালা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, দেবহাটা প্রতিনিধি আব্দুল কাদের প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিরা কালবেলা পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং শুভকামনা জানান।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দৈনিক কালবেলার বয়স মাত্র দুই বছর। এর মধ্যে কালবেলা সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস কালবেলাকে ছাড়িয়ে গেছে। আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রেখে চলেছে দৈনিক কালবেলা। এখন কালবেলা পত্রিকার প্রতিদ্বন্দ্বী একমাত্র কালবেলা। যেভাবে সাতক্ষীরায় টিম কালবেলা কাজ করছে তাতে আগামী দিন কালবেলাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

অনুষ্ঠানে শেষ অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর্ণমালা একাডেমি, ও কন্যা খ্যাত শিল্পী সোহাগ ও চৈতালি মুখার্জি সংগীত পরিবেশন করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]