প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১১:৩৭ এএম | অনলাইন সংস্করণ
ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি করেছে সরকার। এর ফলে বছরের ওইসব দিন রাষ্ট্রীয়ভাবে কোনো কর্মসূচি আর থাকবে না।
গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের ওই সিদ্ধান্ত পরিপত্র জারি করে কার্যকর করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আট দিবসের মধ্যে পাঁচটিই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত।
এর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ অগাস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ অগাস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস হিসেবে পালিত হয়ে আসছিল।
এ ছাড়া বাতিলের তালিকায় রয়েছে বঙ্গবন্ধুর ভাষণের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।
এর মধ্যে বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যুর দিন ১৭ মার্চ ও ১৫ অগাস্ট ছিল সাধারণ ছুটি।
ছাত্র-জনতার আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার ১৫ অগাস্টের ছুটি বাতিল করেছিল। এবার সেই দিবসও বাতিল করা হল।