প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৮:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর ভিডিও ভাইরালের পর দলীয় পদ হারিয়েছেন তিনি। এ ঘটনার ওই ছাত্রনেতার নামে কাপাসিয়া থানায় ধর্ষণ মামলা করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) গাজীপুরের কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আজ ভোরে ভুক্তভোগী এক নারী থানায় এসে অভিযোগ দিয়েছে।
তিনি বলেন, আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধিত) ২০২০ এবং (পেনাল কোড ৩১৩, ৩৭৯ ৩৪) ধর্ষণ ও চুরির অভিযোগ রয়েছে।
ইমরান হোসেন শিশিরের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়ার সদর ইউনিয়নের সাফাইশ্রী (আদালত পাড়া) গ্রামে।
এর আগে গত রোববার রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির কথা জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এ বিষয়ে বিএনপি গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন জানান, তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল জানতে চাইলে তিনি বলেন, এটি আমি জানি না। আমাকে এসব বিষয়ে কিছুই জানায়নি।
এ ব্যাপারে মন্তব্যের জন্য শিশিরের মোবাইল ফোনে কল করা হলে তার বন্ধ পাওয়া যায়।