প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৬:০৭ পিএম আপডেট: ১৬.১০.২০২৪ ৬:১০ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছাত্রদলের এক নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৬ অক্টোবর) টেকনাফ পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আশরাফ আলী (২৪) টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এবং কুলালপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার শিলবনিয়াপাড়ার একটি মাদ্রাসার সামনে থেকে আশরাফ আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও একজনের নাম-ঠিকানা র্যাবকে জানিয়েছেন। তিনি অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন এবং তা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন। ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।