প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৪:০৫ পিএম আপডেট: ১৬.১০.২০২৪ ৫:১৬ পিএম | অনলাইন সংস্করণ
নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫০ জন।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে আজ বুধবার জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দিনগত রাতে ওই দুর্ঘটনা ঘটেছে।
তিনি জানিয়েছেন, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।