প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ২:২৩ পিএম | অনলাইন সংস্করণ
অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বুধবার ভোরে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা বলিভিয়াকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।
মেসির হ্যাটট্রিকের পাশাপাশি অন্য তিন গোল করেছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা। এ জয়ের ফলে বাছাইপর্বে নেতৃত্ব ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট।
কোপা আমেরিকার ফাইনালে ইনজুরি আক্রান্ত হওয়ার পর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে গত ম্যাচে মাঠে নামার মাঝ দিয়ে আবার খেলায় ফিরেছেন। দ্বিতীয় ম্যাচে ঘরের দর্শকের সামনে নিজেকে উজাড় করে দিয়েছেন।
১৯ মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। বলিভিয়ার ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজের একটা ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্কোরশিটে নামটা তুলে নেন মেসি। শুরুর এই গোলের দীর্ঘ সময় পর ম্যাচের একেবারে অন্তিম মুহুর্তে দর্শকদের আনন্দে ভাসিয়ে দেন। মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৮৪ ও ৮৬ মিনিটে গোল দুটো করেন তিনি। এর মাঝে দুটো গোলের রূপকারও হয়েছেন।
বলিভিয়ার গোলরক্ষক এদিন যেনো স্পাইডারম্যানে রূপ নিয়েছিলেন। একের পর এক গোল রক্ষা করেছেন। অন্যথায় আর্জেন্টিনার জয়টা আরো বড় ব্যবধানে হতো। তারপরও ৪৩ মিনিটে মেসি ও লাউতারো মার্টিনেজের সম্মিলিত আক্রমণ রুখতে পারেননি। মেসির চমৎকার পাস থেকে গোল করে লাউতারো দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। ৪৩ মিনিটে তার গোলের পর প্রথমার্ধের ইনজুরি সময়ে হুলিয়ান আলভারেজ দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। এ গোলেও রূপকার ছিলেন মেসি।
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার আধিপত্য অব্যাহত থাকে। নাহুয়েল মোলিনার পাস থেকে থিয়াগো আলমাদা গোল করেন ৬৯ মিনিটে। তারপরেই মেসির জোড়া গোল এবং হ্যাটট্রিক।