প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯:৫৫ পিএম আপডেট: ১৩.১০.২০২৪ ১০:১০ পিএম | অনলাইন সংস্করণ
অলিক পিহানের পরিচালনায় অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে আসছে নাটক ‘শূন্য পৃথিবী’। শুটিং ইতিমধ্যে শেষ করেছেন তিনি। নাকটির মূল চরিত্রে দেখা যাবে ইমরান হাসুকে এবং তার বিপরীতে থাকবেন নয়ন তারা। প্রেমের ব্যর্থতায় নেশায় আসক্ত হওয়া একটি চরিত্রে দেখা যাবে ইমরান হাসুকে।
অন্যদিকে ইমরান হাসুর বাবা মা ও বোনের চরিত্রে দেখা যাবে দেলোয়ার উদ্দিন, সূচনা সিকদার ও নওরিনকে।
ইমরান হাসু বলেন প্রথমেই দেলোয়ার ভাইকে ধন্যবাদ দিতে চাই। তাঁর জন্যই এই নাটকটি করতে পারছি শূন্য পৃথিবী। নাটকটি আমার বাস্তব জীবনের সাথে মিল আছে। মূল মেস্যাজটি হলো নাটকটিতে শিক্ষা আছে। তোফাজ্জল দেখে মানুষ যেমন কান্না করেছিল তেমনি শূন্য পৃথিবী দেখে কান্না করবে।
এদিকে সূচনা সিকদার বলেন নির্মাতা অলিক পিহানের সাথে এটি প্রথম ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করছি। আমাদের সমাজে নেশায় আসক্ত মানুষকে কতটুকু শূন্য করে দেয় সেই চিত্রটি দেখা যাবে নাটকটিতে তবে এই প্রথম মায়ের চরিত্রে কাজ করছি।
অন্যদিকে দেলোয়ারের উদ্দিন বলে শূন্য পৃথিবী নটকটি আমার গল্পের। ট্রেন্ডিং গল্প আমাদের আশেপাশে সবাই দেখছে দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে। ভালো নাটক ভালো গল্প দর্শকরা কম দেখে। আজকে নির্মাতা অলিক শূন্য পৃথিবী পরিচালনা করছেন উনার মধ্যে আমি নতুন কিছু দেখি । নাটকটি অক্টোবরে বা নভেম্বরের শুরুতে দর্শকরা দেখতে পাবেন টিভিতে অথবা ওটিটিতে।
পরিচালক অলিক জানান আমাদের দেশে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি। আমি নির্মাতা হিসেবে মনে করি আমাদের সমাজে যেন মানুষ কখনো নেশার দিকে অগ্রসর না হয় একটা পরিবারে ছেলে যে নেশা করছে এই নেশা থেকে যেন বিরত থাকে আমাদের গল্পটি আসলে এই কেন্দ্রিক।
নাটকে কে কে কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন সূচনা সিকদার, দেলোয়ার উদ্দিন, ইমরান হাসু, নওরিন সহ কাজ করছেন আরও অনেকে।
কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাইলে পরিচলক অলিক বলেন বর্তমানে বিজ্ঞাপন বেশি নির্মাণ করছি নাটক অনেক কম বানাচ্ছি কিন্তু ওয়েব সিরিজ নিয়ে প্ল্যানিং করছি। বর্তমানে বিক্রয় নামে একটি নাটক ফ্যাস্টিভেলে আসছে এবং ধারাবাহিক ভাবে আরও কয়েকটি নাটক আসছে ধুপছায়া, বগুড়ার কাঁচা লঙ্কা। তবে বগুড়ার কাঁচা লঙ্কা নাটকটি সবার আগে আসতে পারে।