মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো   ফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার   আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত: ফখরুল   রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সব জেলায় আইন মন্ত্রণালয়ের চিঠি   জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা   দক্ষিণ এশিয়ায় আধিপত্য হারানোর পথে ভারত?   ইউসিবি ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শুটিং ফেলে গুলিবিদ্ধ বাবা সিদ্দিকিকে দেখতে ছুটে গেলেন সালমান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৩:৪৯ পিএম | অনলাইন সংস্করণ

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। 

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় গুলিবিদ্ধ হন তিনি। তার অপ্রত্যাশিত মৃত্যুতে শোকাহত পুরো বলিউড। ভেঙে পড়েছেন ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানও।

প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি নিহত হন আততায়ীর গুলিতে। এ খবর শোনার পরই ‘বিগ বস ১৮’-র শুটিং বাতিল করে লীলাবতী হাসপাতালে ছুটে যান সালমান খান।

এনডিটিভির খবরে, বান্দ্রায় তিন অজ্ঞাত আততায়ীর গুলিতে সিদ্দিকির মৃত্যু হয়। তাকে অবিলম্বে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে সালমানকে বাবা সিদ্দিকির পরিবারের সঙ্গে দেখা করতে লীলাবতী হাসপাতালে আসতে দেখা যায়।

কিন্তু এ সময় তার হাসপাতালে যাওয়া কতটা নিরাপদ, সে প্রশ্নও তোলা হয়। কারণ সালমানও রয়েছেন হুমকির মুখে। বাবা সিদ্দিকির ওপর হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বলিউডে।

বাবা সিদ্দিকি মহারাষ্ট্রের রাজনীতিতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এবং সালমান খান এবং শাহরুখ খানসহ অন্যান্য বলিউড তারকাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য সুপরিচিত ছিলেন। তিনি দুই সুপারস্টারের রাগ ভাঙাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যাদের প্রায় এক দশক আগে ভয়াবহ দ্বন্দ্ব ছিল।

দুই তারকা, ২০০৮ সালে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তর্কে মাধ্যমে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় দুজনের। অবশেষে বাবা সিদ্দিকির বার্ষিক ইফতার পার্টিতে একে অপরের সাথে দেখা হয়। তাদের আগের সব রাগ অভিমান ভাঙতে সাহায্য করেন এই নেতা। সেই মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
 
গুলিবিদ্ধ নেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সালমান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত, সপরিবার শিল্পা শেঠিসহ বলিউডের তারকারা। সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, শিল্পা হাসপাতালের সামনেই কান্নায় ভেঙে পড়ছেন।

বাবা সিদ্দিকি তিন মেয়াদে পশ্চিম বান্দ্রার বিধায়ক ছিলেন। ৪৮ বছর ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে দল ছেড়ে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। গত আগস্ট মাসে তার ছেলে জিশান সিদ্দিকিকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]