রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়   দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম   প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত   রাউজানে গোলাগুলি-সংঘর্ষ বন্ধের দাবিতে নারীদের সংবাদ সম্মেলন   টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট হিট ও ফিন অ্যাসেম্বলি উদ্ধার   ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন   ইরানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৬   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দুই বাসের প্রতিযোগিতায় ছোট বোন নিহত, বড় বোন আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৬:৪৩ পিএম | অনলাইন সংস্করণ

রাজধানীর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লির সামনে পড়ে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় বোন আহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মধ্য বাড্ডা প্রগতি সরণি রোডে এ ঘটনা ঘটে।

নিহত তাসনিম জাহান আইরিন (২৪) ও আহত নুসরাত জাহান জেরিন (২৮) দুজনেই উত্তর বাড্ডা পিটিসি সেন্টারে নেক্সট ভেঞ্চার নামে একটি আইটি ফার্মে চাকরি করতেন।

নিহত তাসলিম জাহান ছিলেন ওই অফিসের নির্বাহী কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, সকাল সোয়া ৯টার দিকে দুই বোন মধ্য বাড্ডা প্রগতি সরণি রোডে রাস্তা পার হচ্ছিলেন। এসময় সড়কে আকাশ পরিবহনের দুই বাসের পাল্লাপাল্লি প্রতিযোগিতা করে যাচ্ছিল, একটি বাসের ধাক্কায় তাসনিম জাহান আইরিন ঘটনাস্থলে প্রাণ হারান। তার বোন জেরিন গুরুতর আহত হন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন।

তিনি বলেন, এ ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে। একজন চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

বরগুনা পাথরঘাটা উপজেলার মানিকখালি গ্রামের এসএম সাইফুল আলমের মেয়ে তাসনিম জাহান। মিরপুরের পল্লবীর পলাশ নগরে পরিবারের সাথে থাকতেন।

দুর্ঘটনার সংবাদ শুনে নিহতের বাবা, আত্বীয়-স্বজনসহ  অফিস কলিগ ও সহপাঠীরা ছুটে আসেন ঢামেক মর্গে।

মর্গে নিহতের বাবা বলেন, আমার তিন মেয়ে, এক ছেলে। এর মধ্যে দুই মেয়ে চাকরি করতো সেখানে। তারা সকালে বাসা থেকে তাদের কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছিল। পরে শুনতে পাই– তারা দুজনেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ময়নাতদন্তের পর বিকেলে তার মরদেহ নিয়ে যান স্বজনেরা।

সহকর্মী ওমর ফারুক অপূর্ব বলেন, আজকে আমাদের পুরো অফিসের জন্য অত্যন্ত মর্মান্তিক একটা দিন। সকালেই এত ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটলো। তারা যখন রাস্তা পার হচ্ছিলেন, তখনই দ্রুত গতির পাল্লাপাল্লি প্রতিযোগিতা করে আসছিল আকাশ পরিবহনের দুটি বাস। এরমধ্যে একটি বাস আইরিন আপুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জেরিন আপু এবং একজন বাইকারও গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালায় বাসের চালক।

অফিসের সহকর্মীদের মধ্যে একজন জানান, সম্প্রতি তাসনিম জাহান আইরিনের বিয়ের কথাও চলছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]