প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৫:০৪ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (৯ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই আদেশ দেন।
এর আগে আজ তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়, ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক ডিন, ঢাকা ইউনিভার্সিটি ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক। তিনি যাতে বিদেশ গমন না করতে পারেন, সেজন্য জনস্বার্থে নিম্নবর্ণিত ব্যক্তির বিদেশ গমন নিষেধাজ্ঞার আবেদন করা হয়।
শুনানি শেষে ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।