প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১২:৪৩ এএম | অনলাইন সংস্করণ
আসন্ন দুর্গাপূজায় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, দুর্গাপূজায় কোনো অসাধু চক্র যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে, এ বিষয়ে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ দেশের সম্প্রীতির গায়ে যেন কোনো ধরনের দাগ না লাগে, এ বিষয়ে সজাগ থাকতে হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজার সংখ্যা হবে ২৫৩টি।
গত বুধবার (২ অক্টোবর) মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুভ মহালয়ায় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। কৈলাশ থেকে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা।
বুধবার (৯ অক্টোবর) দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিতপূজা হবে। পরদিন বৃহস্পতিবার দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা। শুক্রবার দুর্গাদেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা। শনিবার পূর্বাহ্ন ৬টা ১২ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা। একই দিন পূর্বাহ্ন ৮টা ২৬ মিনিটের মধ্যে দুর্গাদেবীর দশমী বিহিতপূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের শেষ হবে।