জিএম কাদেরের মামলা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে ডিসিকে জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১২:৩১ এএম | অনলাইন সংস্করণ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ দলীয় বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) সাদিয়া জেরিনে হাতে নেতৃবৃন্দ এ স্মারকলিপি তুলে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট. মাসুদুর রহমান, সহ-সভাপতি বদরুল আলম নান্নু মুন্সি, ভেদরগঞ্জ পৌরসভার সভাপতি শাহিন শেখ, ভেদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক বাবু শিকদার, ভোজেশ্বর ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন ছৈয়াল, জাতীয় পার্টি নেতা আব্বাস চৌকিদার, আনোয়ার হোসেন খোকন প্রমূখ। এরআগে জাতীয় পার্টির নেতৃবৃন্দ মানববন্ধন করেন।
স্মারকলিপি প্রদান শেষে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের সহধর্মিনী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার দাবি করছি।