শুক্রবার ৩ জানুয়ারি ২০২৫ ১৯ পৌষ ১৪৩১

শিরোনাম: সাইফের ফিফটিতে বরিশালকে উড়িয়ে দিল রংপুর   আন্দোলনের মুখে রাবির পোষ্য কোটা বাতিল ঘোষণা   সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে উপদেষ্টা নাহিদের চিঠি   দীপু মনির বান্ধবীকে পিএসসির সদস্য নিয়োগ   উপদেষ্টা ফারুকীকে অপসারণ না করলে সাইবার হামলার হুমকি!   পরিবেশবান্ধব গাড়ি আমদানিতে এলসি মার্জিন বাদ   ইজতেমা মাঠের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, চলছে প্রস্তুতি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চাঁপাইনবাবগঞ্জে সার্ভেয়ারদের কর্মবিরতি চলছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১২:৩১ এএম আপডেট: ০৯.১০.২০২৪ ১২:৩৭ এএম | অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গত ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার  কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনে কর্মরত সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন, গণপূর্ত বিভাগে কর্মরত সার্ভেয়ার নাজমুল হোসেন, সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার গোলাম সাকলাইন ও মতিউর রহমান, নাচোল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহমুদুল হাসানসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে সার্ভেয়ারদের চলছে পূর্ণ কর্মবিরতি আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় প্রথম দিনের মতো ডিপ্লোমা সার্ভেয়াররা পূর্ন কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন অফিসে কর্মরত সার্ভেয়াররা তাদের অফিসিয়াল (নিয়মিত) কাজ বন্ধ রেখে "বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ" ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ে ফটকের সামনে কর্ম-বিরতি কর্মসূচী পালন করে। সারাদেশের ন্যায় সরকারের সকল মন্ত্রণালয়,অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ডিগ্রীধারী সার্ভেয়ারগন অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদেরনন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে এই কর্ম-বিরতি পালন করছে চাঁপাইনবাবগঞ্জের সার্ভেয়াররা।

কর্ম-বিরতিতে জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ গোলাম সাকলায়েন ও মোঃ মতিয়ার রহমান, নাচোল উপজেলা ভূমি অফিসের মোঃ মাহমুদুল হাসান, এল.জি.ইডি অফিসের মোঃ আঃ হাকিম, গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের মোঃ মিজানুর রহমান, এল জি ই ডি অফিসের মোঃ শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের শামিম আখতার, ভোলাহাট উপজেলা ভূমি অফিসের মোঃ লেমন কাউসার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এল, জি,ইডি অফিসের আব্দুল্লাহ আল মামুন। চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগ মোসাঃ মর্জিনা খাতুন, গোদাগাড়ী উপজেলা এল, জি,ইডি অফিসের মোসাঃ রওশন আরা আখিঁ, পানি উন্নয়ন বোর্ডের মোঃ মাসুদ রানা, গণপূর্ত বিভাগের মোঃ নাজমুল ইসলামসহ জেলার সকল অফিসের ডিপ্লোমা ডিগ্রীধারী সার্ভেয়ারগন উপস্থিত ছিলেন।

কর্মসূচী চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কর্যালয়ের সার্ভেয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সোমবার এবং মঙ্গলবার পুর্ন দিবস কর্মসূচী পালনের ঘোষনা দিয়ে বলেন, আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের নিয়মিত কাজে ফিরবনা।

এদিকে, সার্ভেয়ারদের কর্ম-বিরতির কারনে জেলার সকল অফিসে ভূমি জরিপ সংক্রান্ত কাজে স্থবিরতা সৃষ্টি হয়েছে। সাধারন জনগন ভূমি জরিপ সংক্রান্ত যাবতীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কর্ম-বিরতি পালনকারী সার্ভেয়ারগন আরো জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে/২য় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সর্বস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন বাস্তবায়নের তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে "বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ" ১ অক্টোবর থেকে লাগাতার কঠোর কর্মসূচির অংশ হিসেবে কর্ম-বিরতি পালন করছি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]