প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১২:৩১ এএম | অনলাইন সংস্করণ
দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ঢাকে কাঠি বাজিয়ে শুরু হচ্ছে দুর্গাৎসব। সারা দেশের মতো কাপাসিয়ায় চলছে দুর্গোৎসব পালনের প্রস্তুতি।
এ বছর কাপাসিয়া উপজেলার ৬২টি মন্ডপে দুর্গাপূজা হবে। শেষ মুহূর্তে বিভিন্ন মন্ডপে চলছে শিল্পীর রং-তুলির শেষ আঁচড়। শুরু হয়েছে আলোকসজ্জার কাজ। নির্বিঘ্নে এবং উৎসাহ-উদ্দীপনায় যাতে দুর্গোৎসব উদযাপিত হতে পারে সেজন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রতিটি পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করে পূজায় সার্বিক নিরাপত্তা বিধান করা হবে বলে আশ্বস্ত করেছেন। পূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি, পুলিশ,সেনাবাহিনী থাকবেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবেন। পালা করে তারা পাহারা দেবেন। পূজার সময় নিরবচ্ছিন্ন বিদু্যৎ সরবাহের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন সময় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলেছেন। মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সরকারের দেওয়া নিরাপত্তা বাহিনী ছাড়াও প্রতিটি মন্ডপের পূজা কমিটি সার্বিক বিষয়ে নজরদারি করবেন।