প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৬:৫১ পিএম | অনলাইন সংস্করণ
শ্রীলঙ্কার ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ থেকে প্রধান কোচ নিযুক্ত হয়েছেন সনাৎ জয়সুরিয়া। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত পুরুষ দলের এই দায়িত্বে থাকবেন তিনি।
গত জুলাই থেকে জয়সুরিয়া দলের শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ছিলেন। কিন্তু তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে , ‘শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সফরে দলের ভালো পারফরম্যান্স বিবেচনা করে জয়সুরিয়াকে অন্তবর্তীকালীন কোচ থেকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে।’
জয়সুরিয়ার প্রথম দায়িত্ব ছিল ভারতের বিপক্ষে ঘরের মাঠে হওয়া সাদা বলের সিরিজ। ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, শ্রীলঙ্কা ওডিআই সিরিজে ভালো পারফর্ম করে। প্রথম ম্যাচটি টাই হলেও, পরের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়। এটি ছিল ১৯৯৭ সালের পর ভারতের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়।
ইংল্যান্ড সফরেও শ্রীলঙ্কার পারফরম্যান্স প্রশংসনীয় ছিল। প্রথম দুটি টেস্টে হেরে গেলেও, তারা তৃতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসে এবং দ্য ওভালে ইংল্যান্ডকে হারায়।
পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে জয়সুরিয়ার প্রথম দায়িত্ব হবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, যা শুরু হবে ১৩ অক্টোবর। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে।