প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৩:৩৮ এএম | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে ০৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৪২টি মোবাইল ও ০১টি মোটরসাইক সহ দুইজন কে আটক করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৫৩বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহজাহানপুর গ্রামের বাসিন্দা তোজাম্মেল হকের ছেলে মোঃ নাফিউল্লা, মোঃ মনিরুল ইসলাম ছেলে মোঃ ফয়সাল, চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল বাড়িতে লুকিয়ে রেখেছে। এ প্রেক্ষিতে টহলদল অদ্য ০৬ অক্টোবর দুপুর ০১টা ৩০ মিনিটে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে তাদের বাড়ী তল্লাশি করে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ৪২টি মোবাইল ও ০১টি মোটরসাইকেল উদ্ধার সহ চোরাকারবারীদের আটক করতে সক্ষম হয়। ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটককৃত চোরাকারবারীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিস্ফোরক, অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।