প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
চলমান ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া,গাঁওকান্দিয়া,চন্ডিগড় ও কাকৈরগড়া ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
বিকেলে এসব এলাকা পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় তিনি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন। পরে রামবাড়ী গ্রামে শতাধিক মানুষের মাঝে শুকনা খাবার, চাউল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, দুর্গাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন প্রমুখ।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় নেত্রকোনার জারিয়া-ঝানজাইল পয়েন্টে ২৫০ মিলিমিটার ও দুর্গাপুর পয়েন্ট ১৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।