প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, অতীতের মত আর কাউকে চাঁদা দিতে হবে না, আমরা কেরানীগঞ্জ মডেল থানাধিন ইতিমধ্যে বেশ কয়ে়কটি হাট বাজার খাজনা ও চাঁদা মুক্ত করে দিয়েছি। আপনারা শান্তি ভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।
রবিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে রামেরাকান্দা বোর্ডিং মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডে ৪ জন নিহত ঘটনায়় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন । নিহতদের রুহুর মাগফেরাত কামনা করে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে ব্যবসা বাণিজ্য না করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে দেশে নতুন স্বাধীনতার মাধ্যমে দেশে শান্তি ফিরে এসেছে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের মাধ্যমে এই স্বাধীনতা আমরা আর কখনো হারাতে দেবো না।
এ সময় উপস্থিত ছিলেন মডেল থানা বিএনপি'র সভাপতি হাজী মোহাম্মদ মনির হোসেন মিনু, সহ-সভাপতি শামীম হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, মোহাম্মদ নাজিম, ঢাকা জেলা মৎস্যজীবী নেতা মো.রুহুল আমীন প্রমুখ।