রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে চলছে জাতীয় সিরাত মাহফিল।
শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে মাহফিলের মূল আয়োজন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি উপেক্ষা করে বেলা ১২টা থেকে জনসমাগম হতে থাকে। সময় যত গড়াচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ছে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড়।
মূল আয়োজন শুরুর আগে ইসলামী সংগীত, হামদ্ ও নাত পরিবেশন করেন শিল্পীরা।
এদিকে, মূল প্রোগ্রামের পোস্টারে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর নাম না থাকলেও মাহফিলে তার আসার কথা রয়েছে বলে জানা গেছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, ড. মুফতি আবু ইউসুফ খান, প্রফেসর ড. আব্দুস সামাদ, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা মোশাররফ হোসাইন, শায়খ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, ড. খলিলুর রহমান মাদানী, প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ড. জাকারিয়া নুর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন ও হাফেজ মাওলানা মুফতি আমীর হামজার।
অন্যদিকে মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে সাইমুম শিল্পীগোষ্ঠী, মহানগর, অনুপম, জাগরণ, সওগাত, নিমন্ত্রণ শিল্পীগোষ্ঠীসহ দেশের খ্যাতনামা শিল্পীগোষ্ঠী ও শিল্পীবৃন্দ ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন।
জাতীয় সিরাত উদযাপন কমিটির প্রচার ও মিডিয়া বিভাগের সমন্বয়ক সাইফুল ইসলাম মিঠু জানান, প্রেস বিফ্রিং শেষে ওলামা-মাশায়েখগণ সোহরাওয়ার্দী উদ্যানের পাশের মন্দির পরিদর্শনে যান। সেখানে মন্দিরের সভাপতি অর্পণা রায়ের সঙ্গে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে ওলামা-মাশায়েখগণ অভয় দিয়ে বলেন, অতীতের চেয়ে বর্তমান বাংলাদেশে শান্তিতে ও নির্বিঘ্নে সারাদেশে হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের অনুষ্ঠান উদযাপন করতে পারবে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে এই মাহফিল হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় আয়োজন একদিন পেছানো হয়।