প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮:৩২ পিএম | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, বিকেলে আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক উভয়ের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া সাবেক ওই সংসদ সদস্য ও তার স্বামী শামীম তালুকদার লাবুর নামে আরও দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার মৌলভিবাজার থেকে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে গ্রেফতার করে র্যাব।