প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাধারণ ছাত্রসমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। এর আগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে একটি থেকে মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত আগস্ট মাসে রাসূল সা:-এর নামে কটূক্তির অভিযোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা আরও বলেন, রামগিরি মহারাজ গত আগস্ট মাসে রাসূল সা:-এর নামে জঘন্য কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা। রামগিরির বিরুদ্ধে রাজ্যজুড়ে ৫০টিরও বেশি মামলা হয়। রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিমবিদ্বেষী বক্তব্য দিতে থাকেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নিতেশ রানে। এক বক্তব্যে নিতেশ হুমকি দিয়ে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদে ঢুকে তাদের পেটানো হবে। নিতেশের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা হয়েছে। আগামীতে ভারতীয় দূতাবাস ঘেরাওসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ বক্তারা আরও বলেন, ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ প্রাণপ্রিয় মহানবী হজরত মুহাম্মদ সা:-এর বিরুদ্ধে কটূক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির দল বিজেপির সংসদ সদস্য নিতেশ রানে। এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। মহানবীর অবমাননাকারীদের গ্রেফতার করে সঠিক বিচার না করলে ভারতকে এর চড়া মূল্য দিতে হবে। এমনকি আগামীত আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নবাবগঞ্জ সরকারি কলেজ, শাহনেয়ামতুল্লাহ কলেজ, সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ আলিম মাদরাসাসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।