শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: লেবানন থেকে ফিরলেন আরও ৫৭ বাংলাদেশি    নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত   নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন   রেকর্ড গড়ে অন্যরকম হাফসেঞ্চুরি কেইনের   ইসরায়েলের হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯   লেবাননে ইসরায়েলি হামলায় ৬ চিকিৎসাকর্মী নিহত   আমাদের মতো অস্ত্র আর কোনো দেশের নেই: পুতিন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান যেভাবে ভারতে পালিয়েছেন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ২:২৩ পিএম | অনলাইন সংস্করণ

কলকাতার পার্কে আসাদুজ্জামান খাঁন কামাল (ছবি: সংগৃহীত)

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশ্ন উঠেছে, তারা কীভাবে দেশ ছেড়ে পালালেন? 

তবে এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলম।

বুধবার (২ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমি গণমাধ্যমের খবরে দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা গেছে। 

তিনি বলেন, তারা কীভাবে সেখানে গেছেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য নেই। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাদের দেখা গেছে, তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি। ইমিগ্রেশনে তাদের দেশত্যাগের কোনও তথ্য নেই।’

তাহলে কীভাবে তারা দেশ ছেড়ে গেলেন, জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান শাহ আলম বলেন, ‘ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই, অবশ্যই অবৈধ পথে গেছেন। হেঁটে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন, স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন।’

এর আগে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ ক’জন কলকাতার ইকো পার্কে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে।

একই বিষয়ে জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, তাদের কাছেও এধরনের কোনও তথ্য নেই। 

তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৈধভাবে গেছেন, নাকি অবৈধভাবে গেছেন— সে সম্পর্কে র‍্যাবের কাছে কোনও তথ্য নেই। এখানে র‍্যাবের কোনও উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]