প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১১:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষকেরা।
অনুষ্ঠিত মানববন্ধনে বরভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক জুয়েলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার আহবায়ক হাবিবুর রহমান কাজল,যুগ্ম আহবায়ক ইমরান হোসেন আকন্দ। এ ছাড়া বক্তব্য দেন দত্তনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোখসানা পারভীন, রাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন হক,বলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন আহমেদ নাইম,শাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার জাহান সুৃমন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকেরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।