প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:২৮ পিএম | অনলাইন সংস্করণ
দক্ষিণী অভিনেতা রজনীকান্ত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন অভিনেতা। আনুষঙ্গিক নানা পরীক্ষা চলছে সোমবার রাত থেকেই।
চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আপাতত স্থিতিশীল।
সোমবার মূলত পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন ৭৩ বছরের অভিনেতা। সেই সময় তিনি পরিচালক লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিং করছিলেন। যন্ত্রণা বাড়ায় ওই রাতেই তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে।
চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রজনীকান্ত। সবশেষ অভিনেতার মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ব্লকবাস্টার সিনেমা হয় বক্স অফিসে।
আসন্ন সিনেমাগুলোর মধ্যে ‘ভেট্টিয়ান’ রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমাটির শ্যুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম এবং হায়দরাবাদসহ ভারত জুড়ে বেশ কয়েকটি লোকেশনে। ১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের সঙ্গে, ভেট্টিয়ান বছরের সবচেয়ে বড় রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে।