রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: নিউ এজ সম্পাদক হয়রানির তদন্ত শুরু, অভিযুক্তকে প্রত্যাহার   রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭   রাজধানীতে ব্যাটারি রিকশাচালকদের ফের সড়ক অবরোধ   সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, বাংলাদেশিদের আবেদনের সুযোগ   আইপিএলের মেগা নিলাম শুরু বিকেলে   সরকারি চাকরিতে ২২ হাজার নতুন নিয়োগ, ঘোষণা দুপুরে   সৌদি আরবে ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৩:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে নজরুল ইসলাম ঢালি নামে আওয়ামী লীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামের মফিজুল ইসলাম প্রধানের নির্মাণাধীন ভবনের দোতলার সিঁড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নজরুল ইসলাম ঢালি (৫৫) খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাস্থলের কাছাকাছি তার বাড়ি। স্ত্রী ও ২ সন্তান রয়েছে তার।

ঢালির স্ত্রী জানান, গতকাল সোমবার সন্ধ্যার পর তার স্বামী বাড়ি থেকে বের হন। রাত ১০টা পর্যন্ত ফিরে না আসায় স্বামীর মুঠোফোনে কল দেন। বাড়ি ফিরছি বলে জানালেও রাত ১২টায় আর বাড়ি ফেরেননি। মুঠোফোনে কল হলেও তা আর রিসিভ করেননি নজরুল। 

স্বামীর এমন পরিণতির জন্য কাউকে দায়ী না করলেও মৃত্যুর ঘটনা উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান তিনি। তাদের কোনো শত্রু নেই বলেও জানান নজরুল ইসলামের স্ত্রী।

খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন জানান, দীর্ঘদিন তার রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন নজরুল ইসলাম ঢালি। কখনো কারও সঙ্গে বিরোধ বা ঝগড়া হয়েছে এমনটা চোখে পড়েনি। নিজ দল ছাড়াও অন্য রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থান ছিল নজরুল ইসলামের।

জানা যায়, রাজনীতির বাইরে ছোটখাটো ব্যবসা ছিল নজরুল ইসলাম ঢালির। মোটা অঙ্কের টাকার ঋণে জর্জরিত ছিলেন তিনি। এই নিয়ে গত কিছুদিন অনেকটা হতাশাগ্রস্ত দেখা গেছে তাকে।

মঙ্গলবার দুপুরে নজরুল ইসলাম ঢালির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো মামলা করা হয়নি।

এদিকে,  ঘটনাস্থল পরিদর্শন করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) রাশেদুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, বাহ্যিকভাবে মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে দেখতে পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে থানা ও পুলিশের অন্য সংস্থাগুলোও প্রকৃত ঘটনা খতিয়ে দেখতে তদন্ত করবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]