শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: মুক্তি পেল মমতা ব্যানার্জিকে নিয়ে নির্মিত ছবি   চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: ইউনূস   টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের   দ্বিতীয় ধাপে সাংবাদিকদের সঙ্গে সংস্কার কমিশনের মতবিনিময় শনিবার   একঝাঁক তারকার সঙ্গে ‘দরদ’ দেখবেন শাকিব   বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি   ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কানপুরে আড়াই দিনের টেস্টেও টাইগারদের বড় হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২:৪৮ পিএম | অনলাইন সংস্করণ

কানপুর টেস্টের তৃতীয় ইনিংস শেষেই বলতে গেলে ম্যাচের ফল নিশ্চত হয়ে গেছে। বাংলাদেশের দেয়া ৯৫ রানের লক্ষ্য টপকাতে ভারতের কয় ওভার লাগে তাই ছিল দেখার বিষয়। আগের ইনিংসে টি-টোয়েন্টি খেলা ভারত এবার অবশ্য ওয়ানডের গতিতে রান তুলেছে। 

তিন উইকেট হারালেও হেসেখেলেই জিতে গেছে রোহিত শর্মার দল। গ্রিনপার্কে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।

কানপুর টেস্টের পঞ্চম দিনে মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। বাংলাদেশের দেয়া ৯৫ রানের লক্ষ্য তারা ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায়। এটিই গ্রিনপার্কে সফল সর্বোচ্চ  রান তাড়ার রেকর্ড। এর আগে এই মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ৮২ রানের। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের দেয়া লক্ষ্য ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়েই পেরিয়ে গিয়েছিল শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত।

ভারতকে এদিন জয় এনে দেন যশস্বী জয়সওয়াল। ভারতের এই তরুণ ব্যাটার ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ইনিংসেও। হাঁকিয়েছেন অর্ধশতক। ৪৫ বলে ৮ চার ও ১ ছয়ে ৫১ রান করেন তিনি। এছাড়া রোহিত শর্মা ৮ এবং শুভমান গিল ৬ রান করে মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হন। বিরাট কোহলি ৩৭ বলে ৪ চারে ২৯  রানে অপরাজিত থাকেন। ছয় মেরে জয় নিশ্চিত করেন রিশভ পন্ত।

বাংলাদেশের পক্ষে মিরাজ ৪৪ রানে ২ উইকেট এবং তাইজুল বাকি উইকেটটি শিকার করেন। আগের দিন ২ উইকেটে ২৬ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ আজ ১৪৬ রান তুলতেই অলআউট হয়ে যায়। সাদমান ইসলাম সর্বোচ্চ ৫০ রান করেন।

কানপুরে পঞ্চম দিনে প্রথম ব্যাটার হিসেবে বিদায় নেন মুমিনুল হক। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান এই বাঁহাতি রবিচন্দ্রন অশ্বিনকে সুইপ শট খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ২ রান করেন সাবেক এই অধিনায়ক।

চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে সাদমান দারুণ জুটি গড়ে তুলেছিলেন। স্বাচ্ছন্দেই খেলছিলেন শান্ত। ৫৫ রানের জুটি গড়েন তারা। কিন্তু রবীন্দ্র জাদেজা বোলিংয়ে আসতেই রিভার্স সুইপ শট খেলতে যান তিনি। বল ব্যাট মিস করে উইকেটে গিয়ে লাগে। ৩৭ বলে ১৯ রান করে বিদায় নেন শান্ত। শান্তর বিদায়ের সঙ্গে সঙ্গে মড়ক লাগে টাইগারদের ইনিংসে। ৯১-৯৪ এই ৩ রান করতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

শান্তর বিদায়ের পরের ওভারেই সাদমান বিদায় নেন। মাত্রই অর্ধশতক পূর্ণ করা এই ওপেনার আকাশদীপের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে স্লিপে ধরা পড়েন।  ১০১ বলে ১০ চারে ৫০ রান করেন তিনি।

পরের ওভারে লিটন দাস জাদেজার বলে পন্তের হাতে ক্যাচ দেন। দুই ওভার পর জাদেজার বলে তার হাতেই ক্যাচ দেন সম্ভাব্য শেষ টেস্ট ইনিংস খেলতে নামা সাকিব। শেষ ইনিংসে ২ বল খেলে রানে খাতা খুলতে পারেননি তিনি।

এর পর একাই লড়াই করতে থাকেন মুশফিকুর রহিম। দলীয় ১১৮ রানে বুমরাহর বলে পন্তের হাতে ক্যাচ দেন ৯ রান করা মিরাজ। ১৩০ রানে তাইজুলও বিদায় নেন বুমরাহর বলে। ১৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

জদেজার বলে মুশফিকের বিরুদ্ধেও এলবিডব্লিউয়ের আবেদন উঠেছিল। আম্পায়ারও সাড়া দিয়েছিলেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান সে সময় ২৭ রানে ব্যাট করা মুশি।  

মুশফিক একাই লড়াই চালিয়ে যান। লাঞ্চের আগের একদম শেষ বলে বুমরাহ তাকে বোল্ড করলে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটে।

ভারতের পক্ষে জাসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জদেজা প্রত্যেকেই ৩টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি আকাশ দীপ পান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]