প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১২:৩৪ এএম | অনলাইন সংস্করণ
কাপাসিয়া থানা পুলিশ ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে। গতকাল ২৯ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে তাদের গ্রেফতার করে কাপাসিয়া থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জানাযায় ২৪ সেপ্টেম্বর ঝুট ও গামেন্টস ব্যবসায়ী হাসান মিয়াকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপন দাবী করে তার ভাই হায়দার আলী নিকট। পরবর্তীতে অপহরণকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং হাসান মিয়ার উপর অমানুষিক নির্যাতন করে। পরে কাপাসিয়া থানা পুলিশ সহায়তায় গতকাল ২৯ সেপ্টেম্বর গভীর রাতে ৩ অপহরণকারী আহত হাসান আলীকে উদ্ধার করে কাপাসিয়া থানা নিয়ে আসেন।
গ্রেফতারকৃতরা হলেন শিবপুর থানার জহিরুলের ছেলে ইউসুব আহমেদ (২২)একই উপজেলা জুয়েল মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম (৪১) বেলাবো উপজেলা জগত মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৮)। এ বিষয়ে কাপাসিয়া থানার অপহরণ মামলা হয়েছে।