মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ৯ পৌষ ১৪৩১

শিরোনাম: চাঁদপুরে জাহাজে নিহত ৭ জনের পরিচয় মিলেছে   জাহাজে ৭ খুন ঘটনা তদন্তে কমিটি, প্রতিবেদন ৫ দিনের মধ্যে    হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ওস্তাদ রাহাত ফাতেহ আলী খান   জয়পুরহাটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই   সোনার দাম কমলো, কার্যকর মঙ্গলবার   শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মন্তব্য নেই ভারতের   গুলশানে হোটেল থেকে যুবদল নেতাসহ গ্রেফতার ৫   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৩ পিএম | অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে একজন সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে পরামর্শ দেবে কমিটি।

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ কথা জানান।

তিনি বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়সহ সার্বিক দিক পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে।  

কমিটিকে আগামীর সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির আহ্বায়ককে ক্ষমতা ও এখতিয়ার দেওয়া হয়েছে, যে কয়জন সদস্য প্রয়োজন উনি কমিটিতে নেবেন।

এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন সচিব বলেন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যারা আন্দোলন করছে তাদের কোনো আশ্বাস দিচ্ছি না, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা এখন ৩০ বছর। এটি ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। তবে আগের সরকারগুলো এ দাবির বিষয়ে সাড়া দেয়নি।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ৩৫ বছর করার আন্দোলন আবার জোরদার হয়েছে। এমনকি সোমবার দুপুরের দিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন।  

তাদের সরাতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হন আন্দোলনকারীরা। তখন আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আন্দোলনকারীরা বলছেন, তারা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]