শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ৬ পৌষ ১৪৩১

শিরোনাম: আজ বিছানা না গোছানোর দিন   সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক   রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩   উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’   প্রতি বোতল কোক জীবন থেকে কেড়ে নেয় ১২ মিনিট: গবেষণা   বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন   জাহাজ থেকে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
টেস্ট ক্রিকেটে ১৪৭ বছরের নতুন ইতিহাস ভারতের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৩ পিএম | অনলাইন সংস্করণ

কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রান করেছে বাংলাদেশ। হাতে আর মাত্র একটি দিন বাকি থাকায় জবাব দিতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে থাকেন ভারতীয় ব্যাটাররা। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেটাররা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ ওভার শেষে বা ১৮ বলে দলীয় অর্ধশতকের পৌঁছায় ভারত। টেস্ট ইতিহাসে এটিই দ্রুততম দলীয় ৫০ রানে পৌঁছানোর ঘটনা।

এর আগে, চলতি বছরের ২৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬ বলে দলীয় দ্রুততম পঞ্চাশ রানের নতুন রেকর্ড গড়েছিল ইংলিশরা। সেবার থ্রি লায়ন্সরা ভেঙে দিয়েছিলো ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদেরই গড়া ২৭ বলে দলীয় পঞ্চাশ পেরোনোর রেকর্ড।

২০০২ সালে লঙ্কানদের বিপক্ষে করা ৩০ বলের চতুর্থ দ্রুততম দলীয় ফিফটির মালিকও ইংল্যান্ড। তালিকার পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ২০০৪ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে সেবার ৩২ বলে এই মাইলফলকে পৌঁছেছিলো তারা।

কানপুরে ব্যাট হাতে অবশ্য অন্য আরেকটা রেকর্ডও গড়েছেন হিটম্যান রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে ১৯৪৮ সালে জিম লেকারের দুই বলে ছক্কা হাঁকিয়েছিলেন ফোফি উইলিয়ামস।

এ ছাড়া আরও একটি রেকর্ড গড়েছে স্বাগতিকরা। দ্রুততম দলীয় ১০০’র রেকর্ডও করেছে তারা। মাত্র ৬১ বলে অর্থাৎ ১০ ওভার ১ বলে দলীয় ১০০ (১০৩) পূর্ণ করেছে রোহিত-কোহলিরা।

উল্লেখ্য, কানপুর টেস্টে আগে ব্যাট করে মুমিনুল হকের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ২৩৩ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]