সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫ পৌষ ১৪৩১

শিরোনাম: পিলখানা হত‍্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা   মাঝ রাস্তায় চার্জ শেষ, গরু দিয়ে টানা হলো নেতার গাড়ি (ভিডিও)   মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন   ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন ১৬৮ জন   টানা ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা   শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণজুতা নিক্ষেপ   চার-ছক্কায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে বরিশালের জয়   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নেপালে ভয়াবহ বন্যায় ১৫১ মৃত্যু, স্কুল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০১ পিএম | অনলাইন সংস্করণ

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। দেশটিতে বন্যা ও ভূমিধসে অন্তত ১৫১ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এমন পরিস্থিতিতে তিন দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দুদিনের ভারি বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৫৬ জন। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত অঞ্চলগুলোতে তিন দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে কাঠমান্ডুতে যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ অঞ্চলে অন্তত ৪০ লাখ মানুষের বসবাস রয়েছে। এছাড়া কেবল রাজধানীতে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয় ও স্কুল ভবন মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের এমন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

নেপালের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী ভট্টরাই বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত এলাকার তিন দিনের জন্য স্কুল বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সাড়ে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এতে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

সরকারি তথ্যমতে, রাজধানীর কিছু অংশে ৩২২ দশমিক দুই মিলিমিটাার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে দেশটির নেপালের প্রধান নদী বাড়মর্তী নদীর পানির স্তর বিপদসীমার দুই দশমিক দুই মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার সকালে রাজধানীর আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা গোবিন্দ ঝা জানান, রোববার সকাল থেকে অনেক জায়গায় বৃষ্টিপাত কমতে শুরু করেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]