রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা   হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক   গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট   গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৩ আসামির রিমান্ড   পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু রেলসেতুর নাম   শাহবাগে চিকিৎসকদের সড়ক অবরোধ   উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মুমিনুলের ১৩তম শতক, লাঞ্চে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫২ পিএম | অনলাইন সংস্করণ

ভারত সফরের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ২৮০ রানের বড় ব্যবধানে হার বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টেও খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই সফরকারীরা। এরপরও টাইগার সমর্থকদের কাছে ‘প্রাপ্তি’ হয়ে এলেন মুমিনুল হক। কানপুরে চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগে শতকের দেখা পেয়েছেন তিনি।

ভারতীয় দর্শক, রোহিত শর্মা-বিরাট কোহলির মতো ঠাঁসা তারকা ক্রিকেটারদের ভিড়ে অনেকটাই কোণঠাসা বাংলাদেশ। ঘরের মাঠে ভারত যে কোনো প্রতিপক্ষের চেয়ে শক্তিশালী। বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে তো বটেই।  প্রতিকূলতার মধ্যে দাঁতে দাঁত চেপে নিজেকে মেলে ধরলেন মুমিনুল হক।

কানপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে নিজের টেস্ট ক্যারিয়ার ১৩তম সেঞ্চুরি তুলে নিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ইনিংসের ৬৬তম ওভারে অশ্বিনকে চার মেরে ১৭৩ বলে তিন অঙ্গের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন বাঁহাতি এই ব্যাটার।  

১৯৮৪ সালের পর কানপুরে এটি সফরকারী কোনো ব্যাটারের দ্বিতীয় কোনো সেঞ্চুরি।এর আগে ২০০৪ সালে এই ভেন্যুতে সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল। আর ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন মুমিনুল।  তার আগে ২০১৭ সালে ভারতের মাটিতে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম।

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৬ ওভার শেষে ৬ উইকেটে ২০৫ রান।  ১৭৬ বলে ১০২ রানে অপরাজিত আছেন মুমিনুল। তার সঙ্গে মিরাজের অবদান ২৬ বলে ৬* রান।  

প্রথম সেশনে মুশফিকুর রহিম, লিটন দাস এবং সাকিব আল হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এর আগে দুইদিন পর শুরু হয় কানপুর টেস্ট। চতুর্থ দিনে ব্যাট করতে নামে প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল। ব্যক্তিগত ১১ রানে জসপ্রিত বুমরার বলে বোল্ড হন মুশফিক।

দারুণ শুরু করেছিলেন লিটন দাস। তবে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে গিয়ে মিড অফে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন লিটন (১৩)। কানপুর টেস্ট শুরুর আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। ফলে এ টেস্টে সকলের চোখ ছিল তার ওপর।

তবে অশ্বিনের বলে দুর্দান্ত এক ক্যাচে সাকিবকে সাজঘরের পথ দেখান সিরাজ। তবে অপর প্রান্তে অবিচল ছিলেন মুমিনুল। অশ্বিনকে চার মেরে তিনি ছুঁয়েছেন তিন অংকের ম্যাজিক ফিগার। দেশের বাইরে এটি তার দ্বিতীয় শতক। এর আগে ২০২১ সালে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে প্রথম শতক করেছিলেন মুমিনুল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]