প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩০ পিএম | অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান সাকিব আল হাসান। তবে হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফেরাটা তার জন্য বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন। এসব বিষয়ে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ বলেন, সাকিব আল হাসানের দুটো পরিচয়। একটা খেলোয়াড় হিসেবে আরেকটি রাজনৈতিক পরিচয়। তার রাজনৈতিক পরিচয়ের কারণে যদি দেশের মানুষের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি থাকে সেটা তাকে পরিষ্কার করতে হবে। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে তাকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন তা সরকার দিবে।
উপদেষ্টা বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেটা নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। সেখানে তার সংশ্লিষ্টতা না পাওয়া গেলে অবশ্যই সে মুক্তি পাবে। কিন্তু জনরোষ থেকে সরকার কাউকে মুক্তি দিতে পারে না। শেখ হাসিনাকেও বাঁচানো যায়নি জনগণের হাত থেকে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কারখানার কর্মী রুবেল হত্যা মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। তাকে দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনার জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছিল।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তো দেশেই আসেননি সাকিব। কানপুরে সংবাদ সম্মেলনে তিনি নিজেও জানিয়েছেন, দেশের পরিস্থিতি বদলে গেছে। তবে চাপের মধ্যে এত দিন সব মনোযোগ মাঠেই রেখেছেন এ অলরাউন্ডার।