প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। বৃষ্টির বাগড়ায় বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়ে যায় দ্বিতীয় দিনের খেলা।
রোববার (২৯ সেপ্টেম্বর) তৃতীয় দিনে বৃষ্টি না হলেও ভেজা আউট ফিল্ডের কারণে মাঠে গড়ায়নি। তৃতীয় দিনের খেলাও হয়েছে পরিত্যক্ত।
সকাল থেকে মাঠ শুকানোর কাজে ব্যস্ত ছিল মাঠকর্মীরা। আউটফিল্ডের অনেক জায়গায় পানি জমে থাকায় খেলা কোনোভাবেই খেলা শুরু করা যায়নি। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ সময় দুপুর ২টায় আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ট কেটেলবোরো তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন।
সূর্যের পখরতার মধ্যেও আলোক স্বল্পতা! স্থানীয় সাংবাদিকদের মাঝে হাসাহাসি শুরু হয়ে গেল। ঘটনা কিছু একটা যে লুকাচ্ছিল উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, তা পরিষ্কার হয়ে গেল।
এ মাঠের ড্রেজিং ব্যবস্থা যে কতটা খারাপ সেটাও সামনে চলে এলো। ভারতীয় সময় বেলা ২টায় পর্যন্ত রোদ থাকার পরও মাঠ ভেজা দেখে দিনের খেলার সমাপ্তি ডাকেন ম্যাচ অফিসিয়ালরা।
প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে আকাশ দীপ ২টি ও অশ্বিন নেন ১টি উইকেট।