রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সরকারি চাকরিতে ২২ হাজার নতুন নিয়োগ, ঘোষণা দুপুরে   সৌদি আরবে ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার   ব্যাটারি রিকশাচালকদের ফের যাত্রাবাড়ী মোড় অবরোধ   বাড়ছে শীতের তীব্রতা, সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে    ‘গাজা কোলা’ কোমলপানীয় হাতে শক্ত প্রতিরোধের প্রত্যয়   তাজরীন ট্রাজেডির ১২ বছর, ক্ষতিপূরণ-পুনর্বাসনের প্রহর গুনছেন ভুক্তভোগীরা   চকরিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৪ পিএম | অনলাইন সংস্করণ

নোয়াখালীতে গণপিটুনিতে মো. আবদুস সহিদ (৪৩) নামে যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নে অস্ত্রসহ আটক করে তাদের গণপিটুনি দেয় স্থানীয়রা। 

পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের আটক করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সহিদ মারা যান।

সহিদ চরমটুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ থানায় আটটি মামলা রয়েছে। তিনি থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

আটক অন্যরা হলেন, একই ইউনিয়নের বাসিন্দা জামাল (৪৩), জাবেদ (২৮) ও রিয়াদ (২৮)। তাদের কাছ থেকে অবৈধ একটি শটগান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে শনিবার বিকেল ৫টার দিকে গণপিটুনির শিকার চারজনকে অস্ত্রসহ আটক করা হয়। পরে রাত ৮টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুস সহিদ নামে একজন মারা যান।

স্থানীয়রা জানান, আবদুস সহিদ নামে এক সন্ত্রাসী তিন সহযোগীসহ অস্ত্র-গোলাবারুদ নিয়ে একটি বাড়িতে অবস্থান করছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ওই বাড়ি ঘেরাও করে চারজনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন ইফতেখার আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শটগানসহ চারজনকে তাদের হাতে সোপর্দ করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি গণমাধ্যমকে বলেন, অস্ত্রসহ চারজনকে বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে আটক আবদুস সহিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]