রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়   দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম   প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত   রাউজানে গোলাগুলি-সংঘর্ষ বন্ধের দাবিতে নারীদের সংবাদ সম্মেলন   টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট হিট ও ফিন অ্যাসেম্বলি উদ্ধার   ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন   ইরানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৬   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চায়না দুয়ারীতে সয়লাব শালিখার বিল-খাল-নদী
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৬ এএম | অনলাইন সংস্করণ

শত শত অবৈধ চায়না দুয়ারী জালে ভরে গেছে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের বরইচারা গ্রামের পাশ্ববর্তী বুরুলিয়ার বিলসহ অন্যান্য খাল ও নদী-নালা।  চায়না জাল, ম্যাজিক জাল এবং ঢলুক জাল নামেও ডাকা হয় এই চায়না দুয়ারী জালকে। নাম চায়না দুয়ারী হলেও উৎপাদন বাংলাদেশে। মাছ ও জলজ প্রাণী বিধ্বংসী এই চায়না দুয়ারীর মাধ্যমে মাছ মারার ধূম পড়েছে বুরুলিয়ার বিলসহ আশে পাশের খাল ও নদীতে সকাল থেকে সন্ধ্যা অবধি চলছে মাছ মারার মহোৎসব। মেস-সাইজ কম থাকায় কারেন্ট জালের পাশাপাশি চায়না দুয়ারীর ব্যবহার নিষিদ্ধ থাকলেও মানছেন অনেকে। 

সরেজমিন গিয়ে দেখা যায়, বুরুলিয়ার বিলের বিভিন্ন জায়গায় পাতা হয়েছে চায়না দুয়ারী। পানির নিচে জাল রেখে শক্ত লাঠির সাহায্যে বেঁধে রাখা হয়েছে জালের দুই প্রান্ত। ৫০- ১০০ ফুট লম্বা এই জালগুলো মিহি ও পাতলা হওয়ায় খুব সহজেই তলিয়ে থাকছে পানির নিচে। আর এই জাল এত সূক্ষ্ম যে ছোট ছোট জাতের মাছ, এমনকি মাছের ডিমও অনেক সময় উঠে আসছে। জালগুলো হালকা ও মিহি বুননের ছোট ফাঁসবিশিষ্ট, যা কপাটের মত কাজ করে। এতে মাছসহ যেকোন জলজ প্রাণী একবার ঢুকে পড়লে জালের মুখ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, এক রাতে এই জালে যে পরিমাণ মাছ উঠে তা অন্য কোনো জালে উঠে না, সেই তুলনায় পরিশ্রম তেমন করতে হয় না এবং জালগুলো সহজলভ্য হওয়ায় এই জালের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাছ ধরার পাশাপাশি মাছের ডিম ও অন্যান্য জলজ প্রাণী মারা হচ্ছে এই নিষিদ্ধ জালের মাধ্যমে।বুরুলিয়ার বিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পুটি, কই, টেংরা, টাকি, বেলে, ফোলই, জিয়েলসহ বিভিন্ন প্রজাতির শিং মাছ যা শিকার করতে প্রতিযোগিতায় মত্ত হয়েছে মাছখেকোরা। সন্ধ্যা হলেই শুরু হয় জাল পাতা সকালে মাছেভরা জাল ঝেড়েই বিক্রি করে স্থানীয় বাজারে। আয় করেন হাজার টাকা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তারা জানান, বরইচারা বাজার, বাউলিয়া বাজার এবং কালিতলার মোড়ে যে সকল লোকেরা মাছ বিক্রি করে তাদের অধিকাংশের দুয়ের অধিক চায়না দুয়ারী জাল রয়েছে যা তারা বুরুলিয়ার বিলে পেতে মাছ ধরে পাশাপাশি বরইচারা, বাউলিয়া ও আড়পাড়া বাজারেই চায়না দুয়ারী বিক্রি হয় বলে জানান তারা। এভাবে অবাধে চায়না দুয়ারী ও কারেন্ট জালের মাধ্যমে দেশি মাছ ধরায় দেশি মাছের উৎপাদন হ্রাসের পাশাপাশি বিভিন্ন প্রজাতির দেশী মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে বলেও ধারণা করছেন স্থানীয় সচেতন মহল। এছাড়াও দেশি মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তর দৃশ্যমান তেমন কোনো ব্যবস্থা গ্রহণ না করায় মাছখেকোদের দৌরাত্ম্য বেড়েই চলেছে বলে জানিয়েছেন অনেকেই। অতিসত্বর সংশ্লিষ্ট দপ্তর চায়না দুয়ারী জালের ক্রয়-বিক্রয় প্রতিরোধপূর্বক মাছখেকোদের শাস্তির আওতায় না আনলে নিকট ভবিষ্যতে দেশি মাছের উৎপাদন একেবারেই কমে গিয়ে জীববৈচিত্র্য নষ্ট হবে বলে মনে করছেন তারা।

এব্যপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা হাসিনা মমতাজ জানান, সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো এবং দ্রুত ব্যবস্হা নিব।

উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, অভিযান‌খাতে বরাদ্দ কম থাকায় প্রয়োজন অনুযায়ী অভিযান করতে পারছি না তবে মাঝে মাঝে অভিযান চলছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]