শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ   সাফ চ্যাম্পিয়ন তিন পাহাড়ি কন্যাকে গণসংবর্ধনা   নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য প্রস্তুত ইউরোপের ৭ দেশ   জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা: রিজভী   টি-টোয়েন্টিতে সেঞ্চুরির হ্যাটট্রি, তিলকের বিশ্ব রেকর্ড   ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট   মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ডামুড্যায় যুবককে হাত পায়ের রগ কেটে হত্যা
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৩ এএম আপডেট: ২৯.০৯.২০২৪ ১২:৩৪ এএম | অনলাইন সংস্করণ

স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ইসলামপুর ইউনিয়নে রাসেল সরদার (৩৫) নামে এক যুবককে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৩ টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে দুপুরে তাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। নিহত রাসেল ওই ইউনিয়নের ইসাহাক সরদারের ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবর গ্রুপের সঙ্গে ইউপি সদস্য ওয়াসিম সরদার গ্রুপের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় ওয়াসিম সরদারের ছোটভাই রাসেল সরদার সেভ  করতে আসলে আগে থেকেই ওৎ পেতে থাকা সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের ভাতিজা সাইফুল মাদবরের নেতৃত্বে হামলা করে। এসময় রাসেলের হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে জখম করে৷ গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ ওইদিন দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাসেল। এঘটনায় মামলা প্রস্তুুতি চলছে।

এ ব্যাপারে ওয়াসিম সরদার বলেন, দীর্ঘদিন যাবৎ সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবর ও ভাতিজা সাইফুল মাদবরের নেতৃত্বে এলাকায় অন্যায় অবিচার করে চলছে। আমরা তার প্রতিবাদ করায় আমাদের ওপর ক্ষিপ্ত তারা। তাই তারা পূর্ব পরিকল্পিতভাবে শুক্রবার দুপুরে আমার ভাইয়ের ওপর হামলা করে হত্যার উদ্দেশ্য হাত, পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে গুরতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমার ভাইয়ের খুনিদের বিচার চাই। এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, পূর্ব শত্রুতার কারনে এ হত্যার ঘটনা ঘটেছে। মামলা প্রস্তুুতি চলছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]