প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩০ পিএম | অনলাইন সংস্করণ
কানপুর টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। যার কারণে এখনো শুরু হয়নি খেলা। বাড়ছে অপেক্ষা।
খেলা শুরু হবে বেশি দেরি হবে। তাই গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছে ভারত দলে। পরে বাংলাদেশ দলও ফিরে যায় হোটেলে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে সকাল থেকেই মাঠ ও পিচ কাভারে ঢেকে রাখা হয়। নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। খেলা কখন শুরু হবে এ বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি। বৃষ্টি কমলে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত জানাবেন।
প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে আকাশ দীপ ২টি ও অশ্বিন নেন ১টি উইকেট।
আলোকস্বল্পতা ও বৃষ্টি বাধায় কানপুর টেস্টের প্রথম দিন। মাত্র ৩৫ ওভার খেলা গড়িয়েছিল মাঠে। দ্বিতীয় দিনের শুরুটাও যেন গতকালের শেষ থেকেই হলো। খেলা শুরুর আগেই ঝিরিঝিরি বৃষ্টি নামতে শুরু করেছে। রাতভর বৃষ্টি হওয়াতে মাঠের আউটফিল্ডও ভেজা রয়েছে। প্রায় তিন বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ হওয়াতে মাঠের ড্রেনেজ ব্যবস্থাও খুব যে উন্নত বোঝার উপায় নেই।
চেন্নাইতে ৪ দিনেই টেস্ট হেরেছিলেন নাজমুল হোসেন শান্তরা। কানপুর টেস্টে নিজেদের সামর্থ্যের সবটুকু দেখাতে চেয়েছিলেন তারা। প্রথম দিনের ব্যাটিংও কিছুটা ইতিবাচক ছিল। তবে বৃষ্টি বাধায় এ টেস্টের শেষ পর্যন্ত ফল কী হতে যাচ্ছে, তা বোঝা দায়। আবহাওয়া বলছে, আগামীকালও থাকছে বৃষ্টির আভাস।