মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫ পৌষ ১৪৩১

শিরোনাম: পিলখানা হত‍্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা   মাঝ রাস্তায় চার্জ শেষ, গরু দিয়ে টানা হলো নেতার গাড়ি (ভিডিও)   মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন   ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন ১৬৮ জন   টানা ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা   শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণজুতা নিক্ষেপ   চার-ছক্কায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে বরিশালের জয়   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বৃষ্টি হলেই জমে যায় হাঁটু পানি, ভোগান্তিতে স্কুলগামী ছাত্র-ছাত্রী
ব্যবসায়ী ও পোস্ট অফিসের সেবা প্রত্যাশীরা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৩ এএম | অনলাইন সংস্করণ

সামান্য বৃষ্টিতে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজারের পোস্ট অফিস রোডে তৈরী হয়েছে জলাবদ্ধতা। যা থাকে সপ্তাহ বা তার বেশি সময়। জলাবদ্ধতা কেটে গিয়ে রাস্তা পিচ্ছিল হয়ে ছোট বড় দুর্ঘটনা ঘটে। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছে মাধ্যমিক ওপ্রাইমারী স্কুলের ছাত্র,ছাত্রী, ওই এলাকার মুদি দোকানী, হোমিও চিকিৎসক, বিউটি পার্লারের সত্বাধিকারী, কম্পিউটার দোকানী, পেঁয়াজ ব্যবসায়ীসহ অর্ধশতাধিক লোক। এছাড়াও পোস্ট অফিসের চারপাশে পানি জমে যাওয়ায় হাঁটু পানি পাড়ি দিয়ে পোস্ট অফিসের সেবা নিতে আসছেন সেবা প্রত্যাশীরা। রাস্তার চেয়ে ড্রেনের উচ্চতা বেশি হওয়ায় এবং ড্রেনের পানি প্রবাহ বন্ধ থাকায় প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই এই ভোগান্তিতে পড়েন  ওই এলাকার মানুষেরা। 

বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, দুদিনের টানা বৃষ্টিতে আড়াপাড়া বাজারের তুষার কম্পিউটারের দোকান থেকে পোস্ট অফিস পর্যন্ত প্রায় দুইশ গজ রাস্তার উপর হাঁটু সমান পানি। পানি মাড়িয়ে ইজিবাইক, মোটরবাইক, ভ্যান, বাইসাইকেল যোগে যাতায়াত করছেন আড়পাড়াগামী অসংখ্য মানুষ। পানির নিচে ছোট ছোট গর্ত থাকায় ঘঠছে ছোট বড় দুর্ঘটনা। কেউ পড়ে যাচ্ছেন, কারো গাড়ি উল্টে যাচ্ছে। পাশ্ববর্তী অনেক দোকানে পানির প্রবেশ ঠেকাতে পলিথিন টানিয়েছেন দোকানের সামনে। প্রতি বর্ষা মৌসুমে এভাবেই চলতে হয় বলে  জানিয়েছেন ওই ব্যবসায়ীরা। 

আড়পাড়া বাজারের কম্পিউটার দোকানদার শামসুর রহমান বলেন, ড্রেনের সামনে থাকা একটি ছোট্ট কালভার্ট ভেঙে যাওয়ায় ড্রেনের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার অভিযোগ দিয়েও কাজ হয়নি। উপজেলা পোস্ট অফিস ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার মহিতোষ মন্ডল বলেন, প্রতি বর্ষা মৌসুমেই পোস্ট অফিসের সামনে হাঁটু সমান পানি বেঁধে যায়। ফলে সেবা নিতে লোকেরা পড়েন ভোগান্তিতে। রাস্তার চেয়ে ড্রেনের উচ্চতা বেশি থাকায় জলাবদ্ধতা তৈরি হয় বলে জানা তিনি। 

পোস্ট অফিসে সেবা নিতে আসা চঞ্চল বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে পোস্ট অফিসে আসি, একটু বেশি বৃষ্টি হলেই দেখি এখিনে জল বেঁধে যায় যা মাড়াতে গেলেই কাপড় ভিজে যায় কখনো কখনো পড়ে যেতে হয়। ওই পেয়াজ ব্যবসায়ী আমিরুল মোল্যা বলেন, সামান্য বৃষ্টি হলেই এই রোডে পানি বেঁধে যায় যা পাশ্ববর্তী দোকানের চরম করে। গত বছর ইমার প্রায় পাঁচ -সাত মণ পেঁয়াজ পঁচে গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, পোস্ট অফিসের রাস্তাটি রোডস এন্ড হাইওয়ের । আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি তারা যদি কোনো পদক্ষেপ গ্রহন না করে তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি অপসারণ পূর্বক একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]