প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২২ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অপর্ণা রায় বলেছেন, ‘আসন্ন দুর্গোৎসব হবে এযাবৎ কালের সবচেয়ে জাঁকজমকপূর্ণ। কারণ ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে অসুর বধ হওয়ার মাধ্যমে আমাদের শঙ্কা কেটে গেছে। তাই এখন শুধু দেশ গড়ার পালা।’
তিনি বলেন, ‘আগামীতে যেকোনো অত্যাচারের জবাব সকলকে মিলেই মোকাবেলা করতে হবে। এদেশ আমাদের সকলের। আমাদের মৃত্যুও যেন এদেশের মাটিতেই হয়।’
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা জেলার সাভারে ফুলবাড়িয়া লক্ষী মন্দির, মা আনন্দময়ী কালী মন্দির, সাভার বাজারের রামকৃষ্ণ পঞ্চবটি আশ্রম, ঘোষপাড়া গোপাল মন্দির, কবিরাজ পাড়া ও দক্ষিন পাড়ার বিভিন্ন মন্দিরে গিয়ে এসব কথা বলেন।
তিনি ভক্তদেরকে নির্ভয়ে দুর্গাপূজাসহ সকল প্রকার পূজার্চনা করার আহ্বান জানান।
এসময় বিভিন্ন পুজা মন্ডপের পুরোহিতসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক সমীর সরকার, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম ঘোষ, বাবুল রাজবংশী, নারায়ন রাজবংশী, সুশান্ত কুমার, যতিন সরকার, প্রবীর দাস, প্রশান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।