প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৭ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় বিপিএল নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী আসরের প্লেয়ার ড্রাফট ও শুরুর দিন হয়েছে নির্ধারণ।
দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর এবারের বিপিএলে কয়টি দল অংশ নেবে, তা নিশ্চিত নয়। আগ্রহী একাধিক ফ্যাঞ্চাইজির সঙ্গে নিজে কথা বোলার বিষয়টি গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
‘বিপিএল নিয়ে আলাপ করেছি । দল ৯৫ শতাংশ কনফার্ম। তিনটা দলে পরিবর্তন হয়েছে। নিয়মকানুনের কিছু ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। এরপর বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।’
বিসিবি সভাপতি জানান, তিনটি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করা হয়েছে। আগের আসরের তিনটি দল এবারের বিপিএলে থাকছে না। ঢাকা, চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরছে। রাজশাহী পাবে নতুন ফ্র্যাঞ্চাইজি ।
টিকিট নিয়ে যাতে আর অনিয়ম না হয়, সেই বিষয়ে এবার সজাগ থাকবে ক্রিকেট বোর্ড। অধিকাংশ টিকিট ব্যবস্থাপনা অনলাইনে করতে চাইছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
বিসিবি সভাপতি এ নিয়ে বলেন, ‘পেপার টিকিটে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। আন্তর্জাতিক ম্যাচ, বিপিএলে রাজস্ব আদায়ের এটি বড় উৎস। সেজন্য আমরা ডিজিটালাইজড করবো, ৭০-৮০ শতাংশ যেটি উপযুক্ত মনে হয়।’
এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্টে খেলতে চাওয়ার ইচ্ছার প্রকাশ করেছেন সাকিব আল হাসান। একইসঙ্গে দেশে ফিরে আসলে তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান মি. অলরাউন্ডার। তবে বিসিবির বোর্ড সভা শেষে সংস্থাটির সভাপতি ফারুক আহমেদ আশার কথা শোনাতে পারেননি।
বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক বলেছেন, ‘সাকিবের নিরাপত্তা বিসিবির হাতে নেই। সরকারের উপর মহল থেকে সিদ্ধান্ত আসতে হবে। ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই।’