নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে নিরাপত্তার অজুহাতে বিশ্ব আসরটি সরিয়ে নেয় আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
আগামী ৩ অক্টোবর শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই। আসরে অংশ নিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন জ্যোতি-রাবেয়ারা।
২০১৪ সালে ঘরের মাঠে হওয়ার বিশ্বকাপে প্রথম অংশ নেয় বাংলাদেশ। এর পরে আরও কয়েকটি আসরে অংশ নিলেও বিশ্ব আসরে দেখা পায়নি জয়ের মুখ। এবার সেই আক্ষেপ মেটাতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথা জানান তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপ-এতে রয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
১৫ অক্টোবর পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ পর্বের শীর্ষ দুদল খেলবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে ১৭ অক্টোবর এবং শারজায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর।
আর যদি ভারত শেষ চারে জায়গা করে নেয়, তাহলে তারা খেলবে প্রথম সেমিফাইনালে। ২০ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াই।
এ ছাড়া মূল আসর শুরুর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে ১০টি প্রস্তুতি ম্যাচ। সব ম্যাচ হবে দুবাইয়ের সেভেনস স্টেডিয়াম ও আইসিসি একাডেমির মাঠে।
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাস।